Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

১। একটি বাড়ি একটি খামার প্রকল্প:-(রামগতি উপজেলার ৪টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি ইউনিয়নে নয়টি গ্রাম করে মোট ৩৬টি গ্রামের(প্রতি গ্রামে ৬০ পরিবার করে) মোট ২১৬০ পরিবার এই প্রকল্পের আওতাভূক্ত করা হয়েছে)।

২। মূল কর্মসূচী (ইউ সিসিএর কার্যক্রম)।

৩। ঘূর্ণায়মান ঋণ তহবিল (আবর্তক)।

৪। সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী।

৫। পল্লী প্রগতি প্রকল্প।

৬। আদর্শ গ্রাম কর্মসূচী।

৭। অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থান কর্মসুচী।

৮। পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচী (পদাবিক)।

৯। দূর্যোগপূর্ণ এলাকায় দারিদ্র বিমোচন কর্মসূচী।

১০। লরপেপ।

১১। গুচ্ছ গ্রাম প্রকল্প।

১২। অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসুচী (২য় পর্যায়)